উখিয়ায় যুবকের কাছে মিললো ৬ হাজার ৪শ ইয়াবা!

উখিয়া প্রতিনিধি •

কক্সবাজারের উখিয়ার করইবনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪ শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

আটক মোঃ হোছন উপজেলার রাজাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার সৈয়দ আলমের ছেলে।

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন উখিয়া থানার এসআই আল আমিন,এএস আই হাসানুজ্জামান ও এএস আই রাজীব।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর