গোলাঘরে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ

ডেস্ক রিপোর্ট •

কুড়িগ্রামের রৌমারীতে গোলাঘর থেকে আব্দুর রহিম নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে নিজ শয়নকক্ষের পাশে গোলাঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই পুলিশ সদস্য গোলাঘরের ধরনার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

নিহত আব্দুর রহিম উপজেলার বন্দবের ইউনিয়নের দক্ষিণ টাপুরচর গ্রামের মৃত. দেলোয়ার হোসেনের ছেলে। তিনি জামালপুর সদর থানার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ২৮দিনের ছুটি নিয়ে গত ১৮মার্চ রৌমারীতে নিজ বাড়িতে যান তিনি।

আব্দুর রহিমের সংসারে তিন কন্যা সন্তান রয়েছে। প্রায় ১৮বছর ধরে তিনি পুলিশে কর্মরত ছিলেন।

নিহত পুলিশ কনস্টেবলদের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পী জানান, তার স্বামী মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। পরিবারের কাউকে না জানিয়ে ধানচাল রাখার ঘরের ভিতর আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ওসি মুনতাসির বিল্লাহ জানান, নিহতের লাশ উদ্ধারের পর সুরৎহাল শেষে থানায় নিয়ে আসলে মঙ্গলবার কুড়িগ্রামে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

তবে মানসিক অবসাদগ্রস্ত হয়ে ওই পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পারিবারিক সূত্রে জানা গেছে।

আরও খবর