মোঃ নিজাম উদ্দিন •
চকরিয়ায় মালুমঘাট বাসস্ট্যান্ড জামে মসজিদে নামাজ শেষে ফেরার সময় নবীর হোসেন (৬৫) নামের এক মুসল্লীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ মার্চ) পবিত্র আসর নামাজের পর এ ঘটনা ঘটে। নবীর হোসেন টেকনাফ উপজেলাধীন হ্নীলা ইউনিয়নের মালমোরা পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
মালুমঘাট স্টেশন জামে মসজিদের মুসল্লীরা জানায়, নবীর হোসেন বাসযোগে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। আসরের আজান হলে যাত্রীবাহী বাসটি নামাজ বিরতির সময় মালুমঘাট বাসস্ট্যান্ড জামে মসজিদের সামানে দাঁড়ায়।
অন্যান্যদের সাথে তিনিও নামাজ আদায় করতে মসজিদে ঢুকেন। নামাজের শেষ মুহুর্তে বুকে হাত দিয়ে চেপে ধরে উপস্থিত মুসল্লিদের ক্ষীণ কন্ঠে ইশারায় ডাকেন নবীর হোসেন।
এসময় অন্যান্য মুসল্লীরা এগিয়ে এসে নবীর হোসেনকে অটোরিকশা যোগে নিকটস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এসময় তাকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর নবীর হোসেনের মুঠোফোনটি বেজে ওঠে।
উপস্থিত লোকজন কলটি রিসিভ করলে অপর প্রান্তের ফোনদাতা চট্টগ্রামের মেয়ের শশুর (বিয়াই) বলে পরিচয় দেন। তাকে বিষয়টি অবগত করা হলে তিনি স্বজনদের খবর দেন।
মালুমঘাট স্টেশন জামে মসজিদের উপদেষ্টা কমিটির সভাপতি সাংবাদিক রুস্তম গণি মাহমুদ জানান, আসর নামাজ পড়তে আসা গাড়ির এক যাত্রী নামাজ শেষে মারা গেছেন বলে জানতে পারি। হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে মুসল্লীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-