ডেস্ক রিপোর্ট •
গোপালগঞ্জের মুকসুদপুরে ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আকরাম হোসেন জাফর নামে এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন।
এ সময় মোটরসাইকেলের চালক আহত হয়েছেন। শনিবার (২৬ মার্চ) দুপুরে মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহ আকরাম হোসেন জাফর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাটিকামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যানের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলা সদরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলে করে বাটিকামারী নিজ বাড়িতে ফিরছিলেন আকরাম হোসেন। মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম মুন্সিবাড়ি পর্যন্ত আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও চেয়ারম্যান মারাত্মক আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হলে বিকেলে শাহ্ আকরাম হোসেন জাফর ফকিরকে ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টার দিকে তিনি মারা যান।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, সড়ক দুর্ঘটনায় আহত ইউপি চেয়ারম্যানকে হাসপাতালে নিলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে অক্সিজেন দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-