কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজারে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে কক্সবাজারে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃহৎ লাল-সবুজের মানবপতাকা প্রদর্শন করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) বেলা ১১টায় জেলার কুতুবদিয়া ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ধুরুং স্টেডিয়ামে শিক্ষার্থীদের নিয়ে মানবপতাকা প্রদর্শনের আয়োজন করে। এতে ১৭ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সমীর শীল বলেন, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ধুরুং স্টেডিয়ামে বিশেষ আয়োজন ছিল শিক্ষার্থীদের নিয়ে মানবপতাকা প্রদর্শন। সাড়ে ১৩ হাজার বর্গফুটের মানবপতাকার দৈর্ঘ্য ছিল ১৫০ ফুট ও প্রস্থ ৯০ ফুট। এতে ১৭ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। শুধু কুতুবদিয়ায় নয়, সারাদেশের মধ্যে একক প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষার্থী নিয়ে এটি প্রথম ও বৃহৎ মানবপতাকা বলে দাবি করেন এই শিক্ষক।
ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোর্শেদুল আলম বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বিশেষভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭ শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে দেশের একক প্রতিষ্ঠান হিসেবে সর্ববৃহৎ মানবপতাকার ডিসপ্লে প্রদর্শন করতে সক্ষম হয়েছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-