জোয়ারিয়ানালা ইউনিয়ন তাঁতীলীগের কর্মীসভা সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি •

রামুর জোয়ারিয়ানালা ইউনিয়ন তাতীলীগের কর্মীসভা ২৫ মার্চ (শুক্রবার) উৎসবমুখর পরিবেশে সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন তাতীলীগের সভাপতি ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান আহমদের সভাপতিত্বে উক্ত ইউনিয়নের তাতীলীগের প্রতিটা ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মী সভায় গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স,উপজেলা তাতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে, তাতীলীগের সকল নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার আহবান জানান।

অনুষ্টানের সমাপনীতে সভাপতি তার বক্তব্যে বলেন, আমি আমার সর্বোচ্চ শ্রম দিয়ে তাতীলীগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ।

পাশাপাশি তিনি কর্মী সভায় উপস্থিত থেকে কর্মীসভা সফল করাই উপজেলার সকল নেতৃবৃন্দ এবং ইউনিয়ন তাতীলীগের সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও খবর