প্রেস বিজ্ঞপ্তি •
গত ১৯ মার্চ টেকনাফ ৭১ অনলাইন নিউজ পোর্টালে টেকনাফ সদর, বাহারছড়া, সাবরাং এখন মালয়েশিয়া মানব পাচারের ট্রানজিট পয়েন্ট শীর্ষক সংবাদের একাংশে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত।
আমি উক্ত সংবাদের একাংশের তীব্র প্রতিবাদ জানাচিছ। আমি কোন দিনের জন্য অপরাধ মূলক কমকান্ডে জড়িত ছিলাম না।
গত কয়েক বছর আগে টেকনাফের সাবরাং এলাকা দিয়ে মানব পাচার হয়েছিল । এই সময় যারা অপরাধে জড়িত ছিল প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তবে কয়েক বছর ধরে সাবরাং এলাকা দিয়ে কোন ধরনের মানব পাচারের ঘটনা ঘটেনি।
এদিকে একটি মহল সাবরাং এলাকা দিয়ে মানব পাচারের ধোয়া তুলে আগের দূর্নাম ফিরিয়ে আনতে তৎপর হয়ে উঠেছে নিজেদের স্বার্থে। যা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে। এই মিথ্যা সংবাদে আমাকে সহ এলাকার কয়েজনকে ঘৃর্ণ কাজে জড়িত আছি বলে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে।
বর্তমানে সাবরাং এলাকা দিয়ে মানব পাচার হচেছ কিনা তা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ভালই অবগত আছেন। মানব পাচারের মত অপরাধের আখ্যা দিয়ে অপ-সাংবাদিকতায় জড়িয়ে গোটা সাবরাং ইউনিয়নকে কলংকিত করার চেষ্টা করছে।
বিশেষ করে উক্ত সংবাদ প্রকাশের আগে একটি চক্র টাকা দাবি করে। এমনকি ফোন করে টাকা চাওয়া হয়। তাদের দাবি টাকা না দিলে মিথ্যা সংবাদে জড়িয়ে দেয়ার কথা বলেন তারা। এমনকি টাকা না দিলে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রশাসনের ভয় দেখিয়ে বিভিন্ন নানা ভাবে হুমকি দুমকি দিয়ে আসছিল।
এমনকি প্রশাসনের মাধ্যমে আমাকে আটক করে মজা বুঝিয়ে দেওয়ার কথাও বলা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে মাদক ব্যবসায়ী, মানব পাচারকারী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে আমার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অবৈধ আবদারকারী প্রাণনাশের হুমকির জিডি করেন। আমি প্রশাসনের কাছে বিনিত অনুরোধ জানাচিছ, বিষয়টি সরজমিনে তদন্ত পূবক ব্যবস্থা নেওয়া হউক।
সেই তদন্তে যদি অপরাধী হয়ে থাকি আমি স্ব-ইচ্ছায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকব। আমি আইনশৃঙ্খলাবাহিনীসহ সবাই অনুরোধ করছি মিথ্যা, বানোয়াট মনগড়া প্রকাশিত সংবাদে কাউকে বিচলিত না হতে। পাশাপাশি প্রকাশিত সংবাদে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মনগড়া সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করছি।
প্রতিবাদকারী:
আজিম উল্লাহ
সাবরাং, কচুবনিয়া টেকনাফ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-