কক্সবাজার সৈকতে ভেসে এলো মানুষের কঙ্কাল

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগরে ভেসে এসেছে একটি মানুষের কঙ্কাল। স্থানীয়দের ধারণা- ১৫ দিনের বেশি সময় আগে মারা যাওয়া মানুষের কঙ্কাল এটি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে কঙ্কালটি ভেসে আসে। স্থানীয় জেলেরা সকালে কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম জানান, এই কঙ্কাল কোথা থেকে এসে জানা যায়নি। জেলেদের কাছ থেকে খবর পেয়ে সাগরতীরে পুলিশ পাঠানো হয়েছে। এটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরও খবর