কক্সবাজারে দুইবোন ধর্ষণ করে পলাতক থাকা জুয়েল গাজীপুর থেকে গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি •

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত দুই বোন ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহীম জুয়েলকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর একটি টিম। ২১ মার্চ (সোমবার) গাজীপুরের শ্রীপুরের ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার কর হয়।

জুয়েল চকরিয়ার বদরখালী লম্বাখালী গ্রামের জয়নাল আবেদিন এর ছেলে।

র‌্যাবের সহকারী পরিচালক মো: বিল্লাল উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২১ সালের ৬ জুন রাতে বদরখালীস্থ নিজ প্রতিবেশি অপর পরিবারের পিতামাতার অনুপস্থিতিতে জুয়েল দুই বোনকে ঘুমের ঔষুধ খাইয়ে দেন। এতে অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়ে দুই বোন। পরে নিজের ইচ্ছা মতো তাদের পালাক্রমে ধর্ষণ করে। ঘটনাটি তাদের পরিবারকে জানালে, চকরিয়া থানায় অবহিত করা হয়। ডাক্তারী পরীক্ষায় ধর্ষণের বিষয়টি নিশ্চিত হলে এক মেয়ের পরিবারের পক্ষ থেকে জুয়েলকে আসামী করে ২৪ জুন চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৪৭/২৬৯। এরপর থেকে ধর্ষক আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। ঘটনাটি কক্সবাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ধর্ষণের ঘটনা অবগত হলে র‌্যাব আসামীকে গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। আসামী অত্যন্ত সুপরিকল্পিতভাবে গ্রেফতার এড়ানো উদ্দেশ্যে বারবার তার অবস্থান পরিবর্তন করে।

এক পর্যায়ে র‌্যাব নিশ্চিত হয় যে, জুয়েল গাজীপুরে অবস্থান করছে। তার সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাবের একটি চৌকস দল ২১ জুন আনুমানিক সাড়ে ছয়টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী ধর্ষণের বিষয়টি স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্ত।

আরও খবর