সংবাদ বিজ্ঞপ্তি •
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীবের সরকারি ফোন নাম্বার ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চাঁদা দাবী করে চলছে একটি চক্র।
এ বিষয়ে সকলকে সর্তক থাকার পরামর্শ দিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন আহমেদ তার অফিসিয়াল ফেসবুক (Acland Ukhiya) আইডির মাধ্যমে লিখেছেন, উপজেলা নির্বাহী অফিসার, উখিয়া মহোদয়ের সরকারি নম্বর (01733373205) ক্লোন করা হয়েছে মর্মে জানা গেছে।
উক্ত নম্বর হতে কল গ্রহণ ও যোগাযোগ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বনের জন্য বলা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-