ক্যাম্পে কি ইয়াবা বানানো হচ্ছে?

রোহিঙ্গা শিবির থেকে ইয়াবা তৈরীর প্রধান কাঁচামাল উদ্ধার

রফিকুল ইসলাম •

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৮, এপিবিএন পুলিশ উদ্ধার করেছে প্রায় দেড় কেজি ইয়াবা তৈরীর প্রধান কাঁচামাল। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এক রোহিঙ্গাকে। রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রথম এধরনের উপকরণ উদ্ধার হওয়ায় উদ্বিগ্ন খোদ পুলিশও।

উখিয়ার ৮, এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ কামরান হোসেন ইয়াবার প্রধান উপকরণ এমফিটামিন / মিথাইল এমফিটামিন মাদক জাতীয় পাউডার উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল সোমবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ক্যাম্প ১৯ এর সি/৫ বøকে পরিচালিত হয়।

এপিবিএন পরিদর্শক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্সের অভিযানে ১ কেজি ৩ ‘ শ গ্রাম ওজনের ইয়াবা তৈরীর প্রধান উপকরণ সাদা রঙের এমফিটামিন/মিথাইল এমফিটামিন জাতীয় পাউডারসহ রোহিঙ্গা ইউনুছকে (২৬) গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য চল্লিশ লক্ষ টাকা। রোহিঙ্গা হোসেন আহাম্মদের ছেলে ইউনুছের বসত ঘর হতে এগুলো উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে ৮, এপিবিএন এর উক্ত কর্মকর্তা রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা তৈরীর প্রধান কাঁচামাল উদ্ধারের ঘটনা এই প্রথম বলে জানান।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, যদি ইয়াবা তৈরী না হবে তাহলে উপকরণ কেন আসবে! আটক রোহিঙ্গাকে এব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্নভাবে গোয়েন্দা নজরদারীও বৃদ্ধি করাসহ অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর