মালয়েশিয়ার নামে সোনাদিয়া দ্বীপে নামিয়ে দিল ১৩৫ রোহিঙ্গাকে


মালয়েশিয়ার কথা বলে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে ১৩৫ রোহিঙ্গাকে নামিয়ে দেয় দালালরা। পরে মহেশখালী থানার পুলিশ তাদের উদ্ধার করেছে বলে নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, মালয়েশিয়া নেওয়ার কথা বলে রোহিঙ্গাদের ট্রলারে তোলে দালালচক্র। ট্রলারটি এদিক-সেদিক চালিয়ে ভোরে মালয়েশিয়ার কথা বলে সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেওয়া হয়। দালালরা মালয়েশিয়া পৌঁছানোর ওয়াদা করে যার কাছ থেকে যা পেরেছে টাকা আদায় করেছে। এসব রোহিঙ্গাকে উদ্ধার করে মহেশখালী থানা নিয়ে আসা হয়েছে। তাদের কাছ থেকে দালালদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের নিজ নিজ আশ্রয় শিবিরে ফেরত পাঠানো হবে।

আরও খবর