ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র নিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসীসহ চার রোহিঙ্গা আটক

ইমরান আল মাহমুদ •


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পুলিশ হেডকোয়ার্টারের তালিকাভুক্ত দুই সন্ত্রাসীসহ ৪জন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।

গ্রেফতারকৃতরা হলেন ক্যাম্প-১৬ এর ডি-৭ ব্লকের মৌলভী নুর মোহাম্মদ(৩৫),মো. ইলিয়াছ(৩৫),ক্যাম্প-১৪ ই-২ ব্লকের সৈয়দ আহম্মদ(৩৮) ও বি-১ ব্লকের সানাউল্লাহ(৪৮)। এসময় তাদের থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার(২১) মার্চ সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযানের সময় গ্রেফতার ৪ রোহিঙ্গার সঙ্গে থাকা ১৮/২০ জন সশস্ত্র ডাকাত পালিয়ে যায়। আটককৃতদের নিকট হতে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত সাতটি দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আরও খবর