তাওহীদুল ইসলাম রাপী,উখিয়া •
কক্সবাজারের উখিয়ায় অভিযানে চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব -১৫।
১৯ মার্চ (সোমবার) সন্ধ্যায় র্যাব-১৫ এর আভিযানিক দল উখিয়ার পালংখালী বাজারের উত্তর পার্শ্বে কেদারঘোনা ব্রীজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এসময় র্যাব দেখে দুই ব্যাক্তি পালানোর চেষ্টা করলে র্যাব তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, পালংখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম নলবুনিয়া এলাকার মৃত সৈয়দুর রহমানের পুত্র মোঃ ইয়াসিন (২২) ও একই এলাকার মৃত আবুল কাশেমের পুত্রএনামুল হক (৩৫)।
র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) সহকারী পরিচালক মোঃ বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান,
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-