নিজস্ব প্রতিবেদক •
উখিয়ার উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকা থেকে পাহাড় কাটার খবরে অভিযান চালিয়ে একটি ডাম্পার গাড়ি আটক করা হয়েছে।
জানা যায়, একদল ভূমিদস্যু প্রায় সময় সরকারী পাহাড় কেটে সাবাড় করছিল। বনবিভাগ সহ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর প্রায় সময় অভিযান চালানোর পরও থেমে নেই পাহাড় খেকোদের পাহাড় কাটা।
তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মার্চ (বৃহস্পতিবার) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নির্দেশনায় থাইংখালী বন বিট কর্মকর্তা রাকিব হোসাইন বিট কর্মচারীদের সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। এ সময় পাহাড় খেকোরা উপস্হিতি টের পেয়ে পালিয়ে যায় কিন্তু পাহাড় কাটায় জড়িত থাকার অভিযোগে পাহাড়ের মাটি সহ ডাম্পার গাড়ি আটক করা হয়েছে।
আটককৃত গাড়িটির মালিক থাইংখালীর জামতলী এলাকার মোঃ ছৈয়দের পুত্র ইউনুসের বলে জানা যায়।
থাইংখালী বিট কর্মকর্তা রাকিব হোসাইন জানান, বৃহস্পতিবার রাতে থাইংখালীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি পাচারের দায়ে একটি ডাম্পার গাড়ি আটক করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত গাড়িটি রেঞ্জ অফিসের হেফাজতে রয়েছে।
তিনি আরও বলেন, চলমান এই অভিযান অব্যাহত থাকবে এবং পরবর্তী প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী উপহার দিতে জনগণের সহযোগিতা কামনা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-