টেকনাফে ১৮ হাজার ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের টেকনাফে ১৮ হাজার ইয়াবাসহ এক রাখাইন যুবককে আটক করেছে র‌্যাব-১৫ ।

শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার হ্নীলার চৌধুরীপাড়া গ্রামের বৌদ্ধ মন্দিরের সামনে টেকনাফ-কক্সবাজার রাস্তার উপর থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যাক্তি হলো, এক‌ই এলাকার অংওয়ান রাখাইনের ছেলে অংজনাই রাখাইন (২৪)।

র‌্যাব-১৫ অধিনায়ক খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করে যুবকের দেহ ও হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর