কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সৈকতের সুগন্ধা বিচ থেকে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ১২টার দিকে তাদের আটক হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
আটককৃতরা হলো, কুমিল্লার মুরাদনগরের নাইব্বাবাজ এলাকার আবুল কাশেমের ছেলে বর্তমানে কক্সবাজার পৌরসভার কানাইয়াবাজার এলাকায় বসবাসকারী ভাসমান রিকশাচালক মো. সালাউদ্দিন (৩২), পৌরসভার পাহাড়তলীর নবী হোসেনের ছেলে মো. রশিদ উল্লাহ (৩৫), ইসলামপুর আবদুল হক ঘোনার মনির আহমেদের ছেলে মো. জোহার (১৭), লাল মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (১৬) ও দিল মোহাম্মদের ছেলে মো. ইউনুস (১৫)।
সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, সৈকতের সুগন্ধা পয়েন্ট বিচের প্রবেশ পথের মুখে ছিনতাই চক্রের সদস্যরা অবস্থান করছিল। খবর পেয়ে র্যাব-১৫ এর একটি দল ঘটনাস্থলে গেলে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে।
এ সময় সালাউদ্দিন, রশিদ, জোহার, রফিক ও ইউনুসকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি ড্যাগার ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিশোর গ্যাংয়ের সদস্য ও ছিনতাইকারীতে জড়িত বলে স্বীকার করেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-