টেকনাফে পাহাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফের উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া পাহাড় থেকে আবছার (২৪) নামে এক রাখাল যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে অত্র উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন খারাংখালী কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা আব্দুল গফুরের পুত্র।

১৮ মার্চ (শুক্রবার) সকাল ১১ টার দিকে গহীন পাহাড় থেকে যুবকের গলাকাটা লাশ দেখতে পায় তার স্বজনরা। এরপর পুলিশকে খবর দিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহত আবছার’র ভাগিনা ইব্রহীম।

তিনি জানান, ১৭ মার্চ (বৃহস্পতিবার) তার মামা প্রতিদিনের ন্যায় পাহাড়ে মহিষ ছড়াতে গেলে সন্ধ্যা ঘনিয়ে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। অবশেষে রাত পেরিয়ে শুক্রবার সকালে ডলুবইন্যা পাহাড়ী এলাকায় আবছারের গলাকাটা লাশ পাওয়া যায়।

স্থানীয়দের ধারনা, পাহাড়ে মহিষ ছড়াতে গেলে পাহাড়ের ভিতরে হয়তো ডাকাতদের কবলে পড়ে আবছার। পরে তাদের চাহিদা মত মুক্তিপণ দিতে না পারায় তাকে হত্যা করা হয়েছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মুহাম্মদ জানান,
তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন শেষ করে ময়নাতদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তবে ঘটনার আসল রহস্যটি তদন্ত করে পরে জানানো হবে বলেও জানান তিনি।

আরও খবর