চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ আসামি গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ও পূর্ব বড় ভেওলা এলাকায় অভিযান চালিয়ে ১৪জন জুয়াড়ি ও একজন মাদকাসক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

চকরিয়া থানাধীন মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আবদুল জব্বার বলেন, বৃহস্পতিবার ভোররাতে চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর ইউনিয়নের বাক্কার পাড়া, বহাদ্দারকাটা স্কুল ষ্টেশন ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একজন মাদকাসক্ত ও ১৪জন জুয়াড়িকে গ্রেফতার করতে সক্ষম হই।

গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানান আইসি আবদুল জব্বার।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জুয়েল ইসলাম বলেন, পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া আইনের ৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর