উখিয়া উপজেলা আ’লীগের উদ্যোগে জাতীয় শিশু দিবস পালন

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ায় আ’লীগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) উখিয়া কেন্দ্রীয় শহিদ মিনারের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা, কেক কাটা খতমে কোরআন, মসজিদে ও মন্দিরে দোয়া প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী হোসেন খান, আওয়ামী লীগ নেতা কাজী আক্তার উদ্দিন টুনু, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এটিএম রশিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল, উখিয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান আব্দুল হালিম ফরহাদ ও ভাইস চেয়ারম্যান কন্টাকটার মফিজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের নেতা মোহাম্মদ ইব্রাহিম সহ প্রমুখ।

আরও খবর