কক্সবাজারে ছিনতাই করতে গিয়ে ধরা উখিয়ার ৩ জন সহ চার যুবক

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

কক্সবাজারের সুগন্ধা বীচ পয়েন্ট এলাকা থেকে চার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

বুধবার (১৬ মার্চ) দুপুরে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলো, রামুর খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকার গোলাম নবীর ছেলে দ্বীন মোহাম্মদ (২১), উখিয়ার বালুখালীর লাল মোহাম্মদের ছেলে সোহেল (২৩) ও হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকার নুর আলমের ছেলে ওবাইদুল হক (২১) এবং মরিচ্যার সৈয়দ আলমের পুত্র সাইফুল (২০)। তাদের কাছ থেকে চাকু, খুর উদ্ধার করা হয়েছে।

সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সুগন্ধা বীচ পয়েন্টের ঝাউবাগান থেকে এই চার জনকে আটক করা হয়। তারা সকলেই পেশাদার ছিনতাইকারী এবং নিজেদের দখলে ছুরি রেখে শহরের বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি দেখিয়ে এবং আহত করে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে।

পরে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আরও খবর