আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গার বসতভিটায় অভিযান চালিয়ে ঘরের চালায় কালো পলিথিনে লুকিয়ে রাখা একটি স্বর্ণের বার ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেছে ৮ এপিবিএনের সদস্যরা।
১৫ মার্চ (সোমবার) উপজেলার বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ৯ এর জি-২৯ ব্লকের আজিদার বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় এপিবিএনের উপস্থিতি টের পেয়ে আজিদার স্বামী মাদকদ্রব্য সহ পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামনার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৯ এর জি/২৯ নম্বর ব্লকে আরাফাতের বসত ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ৩৩ হাজার নগদ টাকা ও ঘরের চালায় কালো পলিথিনে লুকিয়ে রাখা একটি স্বর্ণের বারসহ আজিদাকে গ্রেফতার করা হয়। অভিযানের আগে আরাফাত সটকে পড়েন। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য এগারো লক্ষ এগারো হাজার পাঁচশত টাকা।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে ধৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-