চট্টগ্রামে মাদকের মামলায় টেকনাফের যুবকের ৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম •


চট্টগ্রামের বাকলিয়ায় মাদক মামলায় রশিদুল ইসলামকে (২৮) নামে এক যুবককে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামি রশিদুল কক্সবাজার জেলার টেকনাফ থানার হিলি এলাকার আবুল হোসেন বাড়ির বাসিন্দা।

সোমবার (১৪ মার্চ) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মাদকের মামলায় রশিদুল ইসলাম নামের এক আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৫ জানুয়ারি নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার গ্রীন হোটেল সামনে থেকে রশিদুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ব্রজলাল চাকমা বাদি হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।

আরও খবর