উখিয়ায় পাহাড় খেকোদের বিরুদ্ধে গভীর রাতে ইউএনও’র অভিযান: মাটিভর্তি দুটি ডাম্পার জব্দ

উখিয়া প্রতিনিধি •

উখিয়ায় মাটিভর্তি দুটি ডাম্পার গাড়ি জব্দ করেছে নবাগত ইউএনও ইমরান হোসাইন সজীব। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাটুয়ারটেক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ডাম্পার গাড়ি দুটির মালিক ইনানীর নাজিম উদ্দীন মেম্বার এবং জালাল বলে সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইনানীতে একটি অভিযান পরিচালনা করা হয়।

অবৈধ বালি উত্তোলন ও পাহাড় কেটে পরিবেশ ধ্বংসকারীর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরও খবর