কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে চারজন ছিনতাইকারীকে আটক করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দু’টি টিপ ছুরি উদ্ধার করা হয়।
শনিবার (১২ মার্চ) গভীররাতে ছিনতাইকারী ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন- উখিয়া ইনানীর পাটুয়ারটেক এলাকার মো. হোসেনের ছেলে জুয়েল (১৯), শহরের ঘোনার পাড়া এলাকার ইয়াসিনের ছেলে মো. জসিম (১৬), সমিতি পাড়া এলাকার সোনা মিয়ার ছেয়ে মো. সোহেল (১৬) ও রামু কলঘর বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আমজাদ ওরফে সম্রাট (১৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন। তিনি বলেন, তারা দলবদ্ধ হয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করছে গভীররাতে। বিষয়টি সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় দুটি ছুরি পাওয়া যায়। এসমস্ত কিশোর অপরাধীরা দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-