দূর্ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতা প্রয়োজন -চকরিয়ায় অতিরিক্ত আইজিপি

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
মহাসড়কে দুর্ঘটনা রোধে আইন প্রয়োগে আরো কঠোর হওয়ার পাশাপাশি যানবাহন চালক, মালিকসহ সমাজের প্রতিটি মানুষের প্রচেষ্টা থাকতে হবে। সচেতনতা বাড়াতে হবে সর্বস্তরের জনগণের মাঝে। এটি কোন নির্দিষ্ট পক্ষের দায়িত্ব নয়। পুলিশের সাথে সমাজের নীতিনির্ধারক, গণমাধ্যম, ব্যক্তিপর্যায়সহ সব পক্ষের এ বিষয়ে দায়িত্ব পালন করা প্রয়োজন। সকলের সমন্বিত উদ্যোগই পারে মহাসড়কে দুর্ঘটনা রোধ করে মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনতে।

কক্সবাজার চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে থানায় শনিবার সকালে ট্রাফিক ব্যাবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন হাইওয়ে পুলিশের এডিশনাল আইজিপি মল্লিক ফখরুল ইসলাম।

জনবান্ধব পুলিশিংকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মহাসড়কে মানুষের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে হবে উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, চট্টগ্রাম-কক্সবাজার দেশের একটি ব্যস্ততম মহাসড়ক। পর্যটন নগরীতে আসা-যাওয়া করছে প্রতিদিন অহরহ যানবাহন। তাই এখানকার মহাসড়কের নিরাপত্তায় দায়িত্বশীলদের কর্তব্য পালনে কঠোর ভুমিকা রাখতে হবে। মহাসড়কের শতভাগ আইন বাস্তবায়নের পাশাপাশি প্রতিটি স্থরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। যানবাহন চালক মালিকদের সতর্ক করতে হবে যেন দীর্ঘক্ষণ বিরতিহীনভাবে গাড়ি না চালায়। এ ছাড়া নিষিদ্ধ ও বেপরোয়া গতির যানবাহন চালকদের কিছুতেই ছাড় দেয়া যাবে না।

মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক ইমন কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা হাইওয়ে রিজিয়নে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন। অনুষ্ঠানে চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীরসহ উভয় হাইওয়ে থানার কর্মরত পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

আরও খবর