আকবরশাহে ২৭ হাজার ইয়াবাসহ উখিয়ার যুবক আটক

চট্টগ্রাম •


চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকা থেকে ২৭ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ মো. জোবায়ের (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। আটক জোবায়ের কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং এলাকার মো. হোসাইনের ছেলে।

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টায় ওয়ার্ডের টোল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালখ (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানাধীন ওয়ার্ডের টোল রোড এলাকা থেকে ২৭ হাজার ৪৫০ পিস ইয়াবা মো. জোবায়েরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর