নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সঙ্গে জড়িত ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার পর সন্ধ্যার পর থেকে শুক্রবার ভোর পর্যন্ত কক্সবাজার পৌরসভার বাদশা ঘোনা, লাইট হাউজ, ডলফিন মোড়, সুগন্ধা পয়েন্ট, কলাতলী, পাহাড়তলী এর আশপাশ এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী ২, চুরির ঘটনায় ২ এবং মাদক সেবনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ০৮ জনসহ মোট ১২ আমামীকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস জানান, কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানের নির্দেশনায় কক্সবাজার সদর মডেল থানার একটি চৌকস টিম গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার, চুরি-ছিনতাই, ডাকাতি প্রতিরোধে অভিযান পরিচালনাকালে এসব আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-