মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আওয়ামী লীগের আওতাধীন ১০ টি সাংগঠনিক উপজেলার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।
বুধবার ৯ মার্চ অনুষ্ঠিত কক্সবাজার জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় যোগ দেওয়া আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বিভিন্ন সাংগঠনিক উপজেলা সম্মেলনের এসব দিনক্ষণ নির্ধারন করেছেন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘোষিত সম্মেলনের তারিখ সমুহ হচ্ছে-(১) কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্মেলন ২৪ মার্চ, বৃহস্পতিবার। (২) চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২ এপ্রিল, শনিবার। (৩)
কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ১৫ মে, রোববার। (৪) মাতামুহুরি সাংগঠনিক থানা আওয়ামী লীগের সম্মেলন ১৬ মে, সোমবার। (৫) টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২১ মে, (৬) মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২২ মে, রোববার। (৭)
ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২৫ মে, বুধবার। (৮) কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ মে, বৃহস্পতিবার। (৯) পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২৭ মে, শুক্রবার। (১০)
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২৮ মে শনিবার। প্রত্যেক উপজেলা সম্মেলনের পর কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-