তারিক চয়ন •
(৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। লৈঙ্গিক সমতার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয়ে থাকে।
এ উপলক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজারের একটি স্থানীয় মাদ্রাসার মেয়ে শিক্ষার্থীদের সাথে নিজের একটি ছবি শেয়ার করেছেন। মঙ্গলবার সকালে নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে ওই ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেনঃ
“বাংলাদেশে আসার পর থেকে আমার অন্যতম আকর্ষণের বিষয় ছিল এ সমস্ত শিক্ষার্থীদের সাথে দেখা করা। উদ্দীপনা, পরিকল্পনা এবং ভবিষ্যতের আশায় ভরপুর। সবচেয়ে বড় বাধা এবং পক্ষপাতমূলক বিষয়গুলো রয়েছে আমাদের মাথার ভেতর। মনের দরজা খুলুন, পৃথিবীটা বদলে দিন।”
উল্লেখ্য, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের প্রায় এক-চতুর্থাংশই মেয়ে৷ কওমি মাদ্রাসাগুলোতে সহ-শিক্ষার ব্যবস্থা না থাকলেও আলিয়া ধারার কোনো কোনো মাদ্রাসায় সহ-শিক্ষার ব্যবস্থা আছে৷।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-