ডেস্ক রিপোর্ট •
ভাই-বোনের মাদক কারবার, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭
খুলশীর আমবাগান রেলওয়ে কলোনির পলাতক আসামি আলমগীর ও তার বোন তানিয়ার বাসায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ মার্চ) ভোরে খুলশী, ডবলমুরিং ও বায়েজিদ থানার সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে আমবাগান রেলওয়ে কলোনির আশপাশ এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন : জনি প্রকাশ মধু (২৩), মো. মহিদুল ইসলাম (৩৭), মো. জুয়েল (২২), বিজয় কুমার (২০), মো. পারভেজ (১৯), মো. মিনহাজ (১৯) ও মো. সোহাগ (২১)।
অভিযানে ১ কেজি গাঁজা , ২টি কিরিচ, দুইটি চাপাতি, একটি লোহার করাত ও একটি তালা ভাঙার কোরাবারি উদ্ধার করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-