অনলাইন ডেস্ক •
আসন্ন রমজানে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ এপ্রিল রোজা শুরু হয়ে ৩০ রমজান পূর্ণ হলে ঈদুল ফিতর হবে ৩ মে।
সাধারণত ঈদে সরকারি ছুটি থাকে তিন দিন। ২৯ রমজান হলে ঈদ হবে ২ মে আর ৩০ রমজান পূর্ণ হলে হবে ৩ মে। ৩ মে ঈদ হলে ছুটি হবে ৬ দিন। এরপর একদিন ছুটি নিলেই টানা ৯ দিন ছুটি কাটানো যাবে।
৩ মে ঈদ উদযাপিত হলে ঈদের ছুটি ২-৪ মে। তার আগে ২৯ ও ৩০ এপ্রিল শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি। আর ১ মে সরকারি (মে দিবস) ছুটি। এ হিসেবে ঈদের ছুটি হবে ৬ দিন। আর রমজান পূর্ণ না হলে ঈদ হবে ২ মে। তখন ঈদের ছুটি ১-২ মে আর সাপ্তাহিক ছুটি ২৯ ও ৩০ এপ্রিল। সব মিলে তখন ঈদের ছুটি ৫ দিন। আর ৩ মে ঈদ উদযাপিত হলে সাপ্তাহিক ২ দিন, ঈদের ছুটি ৩ দিন এবং ঈদের পর ৫ মে বৃহস্পতিবার ১ দিন ছুটি নিলেই পরের ২ দিন সাপ্তাহিক ছুটি মিলে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
ইফতার ও সেহরির সময় প্রকাশ : এ বছরের রোজায় ইফতার ও সেহরির সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন; যাতে প্রথম রমজান হতে পারে ৩ এপ্রিল রোববার এবং শেষ হবে ২ মে। গতকাল মঙ্গলবার প্রকাশিত এ পঞ্জিকা চাঁদ দেখার উপর নির্ভরশীল এবং সে অনুযায়ী প্রথম রমজান নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ফাউন্ডেশন।
প্রকাশিত পঞ্জিকা অনুযায়ী, প্রথম রমজানে সেহরির সময় শেষ হবে ভোর ৪টা ২৭ মিনিটে এবং ফজরের নামাজ শুরু হবে ৪টা ৩৩ মিনিটে। প্রথম রোজায় ইফতারের সময় ধরা হয়েছে সন্ধ্যা ৬টা ১৯ মিনিট।
ইসলামিক ফাউন্ডেশনের পঞ্জিকায় বলা হয়, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে। গতবার রোজা শুরু হয়েছিল ১৪ এপ্রিল এবং ঈদ উদযাপন করা হয় ১৪ মে। রমজান মাসজুড়ে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-