কক্সবাজারের পাঁচ সাংবাদিককে ২ লাখ ৫০ হাজার টাকার প্রধানমন্ত্রীর সহায়তার চেক প্রদান

এম.এ আজিজ রাসেল •


জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন, ‘অপ—সাংবাদিক শব্দ সময়ের আবর্তে হারিয়ে যাবে। আজীবন ঠিকে থাকবে সাংবাদিকতায় পেশাদারিত্ব। তাই সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উন্নত সমাজ গঠনেও ভূমিকা রাখতে হবে।’

মঙ্গলবার (০৮ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও কক্সবাজার সংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

বক্তব্যে তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের লেখনীর মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে। সাংবাদিকদের লেখনিতে মানুষকে আশাবাদী করতে হবে, গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে মানুষ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।

সভাপতির বক্তব্যে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী বলেন, ‘সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর অনেক অবদান আছে। তারমধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অন্যতম। এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকরা উপকৃত হচ্ছেন। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণের কথা চিন্তা করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। করোনাকালে প্রধানমন্ত্রীর এ সহায়তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

পরে অসুস্থ ও করোনা আক্রান্ত ৫ জন সাংবাদিককে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। চেকপ্রাপ্তরা হলেন— বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. আয়ুবুল ইসলাম, বৈশাখী টিভির কক্সবাজার প্রতিনিধি নেছার আহমদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিক লিপু, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মনতোষ বেদাজ্ঞ ও টিটিএন’র প্রধান প্রতিবেদক আজিম নিহাদ।

আরও খবর