কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, প্রতিবাদে সমাবেশ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক •


পর্যটন শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ অবনতি হয়েছে। গত এক সপ্তাহে বেড়েছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিশেষ অভিযান পরিচালনা ও এডঃ রেজাউল করিম রেজার উপর হামলার প্রতিবাদে সমাবেশ ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করেছে কক্সবাজার হোটেল—মোটেল গেষ্ট অফিসার্স অ্যাসোসিয়েশন।

রবিবার (০৬ মার্চ) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘সম্প্রতি শহরজুড়ে মাথা চাড়া দিয়ে উঠেছে অপরাধী চক্র। এই চক্রের কবলে পড়ে গুরুতর আহত হয়েছে বিশিষ্ট আইনজীবী রেজাউল করিম রেজা। এছাড়া হোটেল মোটেলের ৩ জন ম্যানেজারও ছিনতাইয়ের শিকার হয়েছে। বাদ যায়নি পর্যটকেরাও। যার প্রভাব পড়ছে পর্যটনে। ইতোমধ্যে আতঙ্কে কক্সবাজার বিমূখ হচ্ছে পর্যটকরা। যা পর্যটন শিল্পের জন্য অশনি সংকেত বটে।’

সমাবেশ থেকে বিভিন্ন দাবি উত্থাপিত হয়। দাবিসমূহ হলো—চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা, বাসটার্মিনাল থেকে ডলফিন মোড় পর্যন্ত পুলিশী টহল জোরদার, টমটম অটোরিকশা ও সিএনজি গাড়ির ড্রাইভারদের ডাটাবেইজ তৈরি করে গলায় পরিচয় পত্র ঝুলানো, পর্যটক বহনকারী গাড়ি রং আলাদা ও ইউনিফর্ম পরিধান করা, পর্যটক বহনকারী সকল গাড়ি হলিডে মোড় পর্যন্ত ঢুকনোর ব্যবস্থাসহ এডভোকেট রেজাউল করিম রেজার উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা।

হোটেল—মোটেল গেষ্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুবীর চৌধুরী বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, উপদেষ্টা এডভোকেট মাহবুবুর রহমান টিপু, এডভোকেট ইসহাক সিকদার, সুখেন্দু বড়ুয়া, আবদুর রহমান, সুজন লস্কর, আনোয়ার সিকদার, ওমর রাজি প্রমূখ।

পরে উত্থাপিত দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

আরও খবর