চকরিয়ায় এক রাতেই ১৬ আসামী গ্রেফতার

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:


চকরিয়ায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৬ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার রাত ১০টা থেকে পরদিন সকাল পর্যন্ত সহকারী পুলিশ সুপার চকরিয়া সার্কেল তৌফিকুল আলম ও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণির নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়। গ্রেফতারকৃত সকলেই আদালত ও থানায় দায়ের করা মামলার পরোয়ানাভুক্ত আসামী বলে পুলিশ সুত্রে জানা যায়।

গ্রেফতারকৃতরা হলেন, চকরিয়া উপজেলাধীন পূর্ব বড় ভেওলা সিকদার পাড়া এলাকার আকলাছ মিয়ার ছেলে নুরুল ইসলাম নজরুল (৩৩), পৌরসভা ৩নং ওয়ার্ড গণেশ বাজার এলাকার নুর মোহাম্মদের স্ত্রী রশিদা বেগম (৫০), খুটাখালী ইউনিয়নের চাবাগান এলাকার ইউসুফ আলীর ছেলে লোকমান সরোয়ার মিন্টু (৩০), চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকার মৃত আবু তাহেরের ছেলে কুতুব উদ্দিন (৩৮), একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড বুড়িপুকুর এলাকার নাজির আহমদের ছেলে জিয়াবুল করিম (২৬) ও দক্ষিণ পালাকাটা এলাকার নুরুল আলমের ছেলে মোঃ ইব্রাহীম (৩৫), বরইতলী ইউনিয়নের সবুজপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান মিজু (২২), একই ইউনিয়নের গোবিন্দপুর পহরচাঁদা এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে কবির আহমেদ (৩৫), ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকার মৃত কলিম উল্লাহর ছেলে গিয়াস উদ্দিন (৪৫), কাকারা ইউনিয়নের শাহ ওমরনগর এলাকার লিয়াকত আলী প্রজাশ লালুর ছেলে মোঃ নেজাম উদ্দিন (৩০), ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবীল এলাকার নুরুল আমিনের ছেলে নুরুল আজিম (৩২), একই ইউনিয়নের রংমহল এলাকার নুরুল হাকিমের ছেলে নুরু (৩১), পৌরসভা ১নং ওয়ার্ড বিমানবন্দর এলাকার মাহাবুবুল হকের ছেলে মিনহাজ উদ্দিন (২৮), হারবাং ইউনিয়নের চরপাড়া এলাকার মোঃ ইসমাইলের ছেলে ওসমান গণি (৩৫), একই ইউনিয়নের কলাতলী সড়ক এলাকার আঃ মজিবের ছেলে ইউনুছ (৫০)।

চকরিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি জানান, শুক্রবার রাত ও পরদিন সকাল পর্যন্ত সার্কেল স্যারসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে।

এসময় জিআর ও সিআর মামলায় পরোয়ানাভুক্ত ১৬ জন আসামীকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও খবর