এস.এম.জুবাইদ.পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মুহাম্মদ রিফাত (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ মার্চ (শুক্রবার) সকালে পেকুয়া থানা পুলিশ ঘটনার খবর পেয়ে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। সে ওই এলাকার মোহাম্মদ সেকান্দার আলীর পুত্র।
স্থানীয় ইউপি সদস্য ইউনুস বলেন, রাতে বাবার সাথে ঘুমিয়ে পড়ে রিফাত। ভোরে বাড়ির পাশে একটি গাছের সাথে রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার স্বজনরা। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তার ক্লু এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। পরিবারের দাবি রিফাত কয়েক মাস ধরে মানসিক রোগে ভুগছিলেন।
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কানন সরকার বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-