চট্টগ্রাম •
প্রেমিকার স্পর্শকাতর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে অভিযুক্ত প্রেমিককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় কোতোয়ালীর সিআরবি এলাকায় প্রেমিকার সাথে দেখা করতে আসলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রহমান লক্ষীপুর জেলার রায়পুরের চরবংশি এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ২০২০ সালে প্রেমিকার ফেসবুক আইডির মাধ্যমে পরিচয় প্রেমের সম্পর্ক হয় তাদের। হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের ভিডিও কলে কথা বলার সময় মো. আব্দুর রহমান প্রেমিকার ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে রাখে। পরে বিয়ের কথাবার্তা উঠলে আটক যুবক পরিবারের পছন্দ অনুযায়ী অন্য মেয়ে এবং একইসঙ্গে তাকেও বিয়ে করবে বলে জানায়। তাতে ওই তরুণী রাজি না হওয়ায় তার সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ও ছবি ফেসবুকসহ প্রেমিকার আত্মীয়স্বজনের কাছে পাঠিয়ে দেয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-