অসহায় মোক্তারের পাশে ভয়েস অব এনআরবি ও মানজিমাতুস সালামি আল ইসলামিয়া

সংবাদ বিজ্ঞপ্তি •

উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল এলাকার দুই সামাজিক সংগঠন ভয়েস অব এনআরবি ও মানজিমাতুস সালামি আল ইসলামিয়া। এ দুই সংগঠন রহমতেরবিল এলাকার আবদুল কাদেরের ছেলে হতদরিদ্র মোক্তার আহমদ (৪২) এর পাশে দাঁড়িয়েছে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে।

শুক্রবার (৪ মার্চ) বেলা ১০টার দিকে ভয়েস অব এনআরবি সংগঠনের “সমাজকল্যাণ ফান্ড” থেকে নগদ পাঁচ হাজার টাকা হস্তান্তর করে। পরে বিকাল ৩টার দিকে মানজিমাতুস সালামি আল ইসলামিয়া সংগঠনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকাসহ মোট ১০ হাজার নগদ অর্থ সহায়তা তোলে দেন কিডনি রোগ, চর্ম রোগসহ নানান জটিল রোগে আক্রান্ত মোক্তার আহমদের হাতে। অর্থভাবে চিকিৎসা করাতে না পারায় সংগঠন দুটি এ মানবিক উদ্যোগ গ্রহণ করে।

এ সময় সংগঠন দুটির নেতৃবৃন্দের পাশাপাশি এলাকার মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোকতার আহমদ দীর্ঘদিন ধরে নানান জটিল রোগে ভোগছেন। আর্থিক সংকট থাকায় উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ থেকে বঞ্চিত তিনি।

সংগঠনের নেতৃবৃন্দ ও তার পরিবারের লোকজন তার জন্য আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন (বিকাশ – ০১৮৮০১৮০২৭০ রোগীর সহধর্মিণী)।

উল্লেখ্য, ভয়েস অব এনআরবি ও মানজিমাতুস সালামি আল ইসলামিয়া সংগঠন রহমতেরবিল এলাকার দুটি আদর্শ সংগঠন। প্রতিষ্ঠিত লগ্ন থেকে অত্র এলাকায় সামাজিক সম্প্রীতি, মেলবন্ধন, নানান সামাজিক ও মানবিক কার্যক্রমের মধ্যদিয়ে সরব রয়েছে। উক্ত সংগঠনগুলো সামাজিক ও মানবিক কার্যক্রমসমূহ এলাকার সকলের প্রশংসা কুড়িয়েছে। যে কর্মযজ্ঞগুলো ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে তারমধ্যে অন্যতম হলো রাস্তাঘাট সংস্কার, গরীব মেয়েদের বিয়েতে সহযোগিতা, প্রতিবন্ধীদের তথ্য সংগ্রহ ও প্রতিকারের ব্যবস্থা, ঈদুল আজহা পরবর্তী গরীব ও অসহায় সহায় সম্বলহীনদের মাঝে কুরবানির মাংস বিতরণ কার্যক্রম এবং কোভিড-১৯ সংক্রামক ব্যধিতে মানুষকে সতর্ককরণ ও পাবলিক প্লেসে সাবান ও হ্যান্ড ওয়াশিং এর ব্যবস্থাগ্রহণ।

আরও খবর