উখিয়া প্রতিনিধি •
কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫’র অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজা নিয়ে মোঃ সৈয়দ আলম (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে।
ধৃত মাদক কারবারি উখিয়ার রাজাপালং ইউপির ৫ নং ওয়ার্ডের পশ্চিম দরগাহবিল-বটতলীর মৃত নজির আহমদ ছেলে।
বুধবার (০২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে উখিয়ার রাজাপালংয়ের আলাউদ্দিন ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় ধৃতের হেফাজত থেকে বস্তাভর্তি সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত মাদক পাচারকারীকে নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-