চট্টগ্রাম •
নগরীর বায়েজিদে নীল মাদকাসক্তি নিরাময় ও চিকিৎসাকেন্দ্রের নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তাস ও নগদ ৯ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত বদিউল আলমের ছেলে মো. ইমরান হোসেন মিলন (৩৭), মৃত আব্দুল লতিফের ছেলে মো. লুৎফুর রহমান (৪৯), মৃত বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ রাশেদ (৪৩) ও মৃত হান্নানের ছেলে মো. মোবারক হোসেন (৩৮)।
বুধবার (২ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি জানান, শেরশাহ কলোনীর একটি ভবনে নীল মাদকাসক্তি নিরাময় ও চিকিৎসাকেন্দ্রে নামক একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন ইমরান হোসেন নামের এক ব্যক্তি। এই কেন্দ্রটি অবৈধ কার্যকলাপের অভয়াশ্রম হিসেবে ব্যবহৃত হয়। দীর্ঘদিন ধরে জনশ্রুতি আছে এই কেন্দ্রে চিকিৎসার নামে বিভিন্ন আসর বসে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই নিরাময় কেন্দ্রে অভিযানে যায় পুলিশ। এসময় জুয়ার আসর থেকে চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ‘লোকচক্ষুর আড়ালে পুলিশের চোখ ফাঁকি দিযয়ে মাদকাসক্ত চিকিৎসাকেন্দ্রকে নিরাপদ স্থান মনে করে অবৈধ রমরমা ব্যবসা চালিয়ে আসছে। তাদের ধারণা ছিল এখানে পুলিশ তল্লাশি চালাবে না। এখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত হওয়ায় এহেন অনৈতিক কার্যকলাপ চালাতে খুব সুবিধা হতো। গ্রেপ্তারদের জুয়া আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-