ডেস্ক রিপোর্ট •
কক্সবাজার থেকে পেটে করে ছয় হাজার ইয়াবা নিয়ে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন আবু তাহের দম্পতি। কিন্তু কুমিল্লার সদর আদর্শ উপজেলার আমতলী মহাসড়ক এলাকায় এসে র্যাবের কাছে ধরা পড়েন ওই দম্পত্তি। বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
গ্রেপ্তার দম্পতি হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ভাটারচর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আবু তাহের রাশেদ (২৬) ও তার স্ত্রী নুরা বেগম (১৯)।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার আমতলী মহাসড়ক চেকপোস্টে ওই দম্পতিকে আটক করা হয়। এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে এক্স-রে করলে তাদের পেটে ইয়াবার পাওয়া যায়। পরে বিশেষ পদ্ধতিতে তাদের পেটের ভেতর থেকে ৬ হাজার ১৬০ পিস ইয়াবা বের করে আনা হয়।
র্যাব অধিনায়ক আরও জানান, এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুর রহমান বলেন, বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-