গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ পৌরসভার কে কে পাড়ার মাদক কারবারী জামাল হোসেন প্রকাশ লেডু(৩৭) কে পুলিশ আটক করছে। এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবাও উদ্ধার করেছে পুলিশ।
সে পৌরসভা ৩ নং ওয়ার্ড কে, কে, পাড়া এলাকার মৃত আমির মোহাম্মদ সওদাগর’র পুত্র। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন,
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান। তিনি জানান, ১লা মার্চ(মঙ্গলবার) গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে আটক মাদক কারবারীর বসত বাড়ীতে ইয়াবার একটি চালান মজুূদ রয়েছে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ি পুলিশের একটি অভিযানিক দল বসত বাড়ীটি তল্লাশী করে খাটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত জামাল হোসেন প্রকাশ লেডুকে আটক করতে সক্ষম হয়।
আটক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-