টেকনাফ অফিস •
টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন-১৬। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হল চাকমারকুল ক্যাম্প ২২-এর রশিদ আহমদের ছেলে আরকান (১৯) ও মৃত নুর আলমের ছেলে মহিবুল্লাহ (৩৭)।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে চাকমারকুল ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে যায় এপিবিএন। এপিবিএনের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় দুই রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-