মোঃ কামাল উদ্দিন, চকরিয়া •
কক্সবাজারের চকরিয়ায় ১৭ ঘণ্টার ব্যবধানে হারবাং ইউনিয়নের পৃথক এলাকা থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ইউনিয়নের কোরবানিয়াঘোনা এলাকা থেকে রুমানা আক্তার মনি (২৬) নামে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাত ৭টার দিকে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ মুসলিম পাড়া থেকে ইয়াছমিন আক্তার (২৮) নামে এক গৃহবধূর মহদেহ উদ্ধার করা হয়।
চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে হারবাং ইউনিয়নের মুসলিম পাড়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূ ইয়াছমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াছমিন আত্মহত্যা করেছেন নাকি হত্যার শিকার হয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিহত ইয়াছমিন একই এলাকার গাড়ি চালক মোয়াজ্জেম হোসেনের স্ত্রী। তারা দু’জনেরই দ্বিতীয় বিয়ে হয়েছিল।
অপরদিকে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হারবাং ইউনিয়নের কোরবানিয়াঘোনা এলাকা থেকে শফিকুর রহমানের স্ত্রী রুমানা আক্তারের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। রুমানার দুটি শিশু সন্তান রয়েছে। তার স্বামী হেফজ খানার শিক্ষক। তবে কি কারণে রুমানা আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসান গনি বলেন, হারবাং ইউনিয়নের পৃথক স্থান থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনা আত্মহত্যা না হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-