রাশিয়ার হামলায় সেনাসহ ৫০ জন নিহত: ইউক্রেন

অনলাইন ডেস্ক •

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির ৪০ সেনাসদস্য এবং অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসনিক সহকারী ওলেকসি আরেস্টোভিচ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

অন্যদিকে মস্কো সমর্থিত বিদ্রোহীদের হামলা প্রতিহত করার সময় অন্তত ৫০ জন রুশ দখলদার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনী। তবে এএফপি এও জানিয়েছে, তাদের পক্ষে তাৎক্ষণিকভাবে নিহতের এই সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান এক টুইটে বলেছেন, শাচিসতিয়া নিয়ন্ত্রণে এসেছে। দখলদার ৫০ রুশ নিহত হয়েছেন। ক্রামাটোরস্ক জেলায় রাশিয়ার আরও একটি বিমান ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে ছয়টি বিমান ভূপাতিত হলো।

এর আগে বৃহস্পতিবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেন। এরপর থেকে ইউক্রেনের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

আরও খবর