ফারুক আহমদ, উখিয়া •
উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার (১৬) নিখোঁজের ২৩ দিন পর তার হদিস মেলেনি।
নিখোঁজ স্কুল ছাত্রী উদ্ধার না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী , সহপাঠী ও পরিবারের সদস্যদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
জানা গেছে, উপজেলার হলদিয়া পালংয়ের ৩নং ওয়ার্ডের রুমখাঁ পশ্চিম বড়বিল গ্রামের জাগির হোসনের স্কুল পড়ুয়া কন্যা সুৃমাইয়া আকতার গত ১ ফেব্রুয়ারি সকালে শিক্ষকের নিকট প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। ওই দিন থেকেই নিখোঁজ হন তিনি।
পরিবারের সদস্যরা জানান, আত্বীয় স্বজন ও সম্ভাব্য অনেক জায়গায় খুঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি।
এ দিকে নিখোঁজের মা আলকিজ বেগম এ ব্যাপারে উখিয়া থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন । যার নম্বর ৮৮ তারিখ ২ ফেব্রুয়ারি। তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান এসআই কার্তিক চন্দ্র পাল।
পিতা জাগির হোসন অভিযোগ করে বলেন , আমার স্কুল পড়ুয়া কন্যা সুমাইয়া নিখোঁজের ৩ সপ্তাহ পার হয়ে গেছে। মেয়েকে উদ্ধারে আমরা বার বার পুলিশের কাছে ধর্ণা দিচ্ছি। পুলিশের নিকট হতে সে রকম কোন সহযোগীতা পাচ্ছিনা।
তিনি আরও বলেন , অপহরণ চক্রের সদস্যরা, আমার মেয়েকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন চালাচ্ছে ।
দ্রুত স্কুল ছাত্রী সুমাইয়াকে উদ্ধার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জোরদাবী জানিয়েছেন সহপাঠীরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-