ডেইলি স্টার •
কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) চেকপোস্টে ৬ হাজার ইয়াবাসহ চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র জানায়, গত ১৮ ফেব্রুয়ারি তাদের গ্রেপ্তার করা হলেও সমালোচনা এড়াতে ঘটনাটি প্রকাশ করেনি পুলিশ।
কক্সবাজার পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার দু’জন হলেন মো. কামরুজ্জামান (৫৪) ও সাইফুল ইসলাম। কামরুজ্জামান চট্টগ্রাম আদালতের চান্দনাইশ জেনারেল রেজিস্টার অফিসের (জিআরও) এসআই। এ ঘটনায় বিভাগীয় মামলা হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
কক্সবাজার পুলিশ সূত্র আরও জানায়, মরিচ্যা চেকপোস্টে বিজিবি সদস্যরা এসআই কামরুজ্জামানকে গ্রেপ্তার করে। পরে, তল্লাশি করে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ৬ হাজার ইয়াবার মধ্যে ৩ হাজার ইয়াবা আংশিক গলিত অবস্থায় ছিল।
রামু থানার এসআই আবু কাওসার বলেন, ‘আটক সাইফুলকে সঙ্গে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন এসআই কামরুজ্জামান। বিজিবি সদস্যরা সিএনজি থামিয়ে তল্লাশির সময় ইয়াবা উদ্ধার ও তাদের আটক করে।’
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘আটক এসআই আগে টেকনাফে কর্মরত ছিলেন এবং গ্রেপ্তারের সময় তিনি ইউনিফর্ম পরা ছিলেন।’
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রাশিদুল হক বলেন, ‘ওই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি এখন কারাগারে।’
পুলিশ সুপার আরও বলেন, ‘এ বিষয়ে একটি বিভাগীয় মামলা হয়েছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-