চকরিয়ায় এক রাতেই এক ডজন আসামী গ্রেপ্তার!

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়ায় এক রাতেই আত্মগোপনে থাকা বার আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তারা সবাই উপজেলার বিভিন্ন এলাকার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৮টা ও তার আগেরদিন সারা রাত বিশেষ যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সহকারী পুলিশ সুপার চকরিয়া সার্কেল তৌফিকুল আলম ও অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি এই অভিযানের নেতৃত্ব দেন। থানা পুলিশের এ অভিযানে সাথে ছিল বিভিন্ন পুলিশ লাইন্সের কর্মকর্তাবৃন্দ ও একদল পুলিশ ফোর্স।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাইজকাকারা এলাকার মৃত মোঃ কালুর ছেলে মাহাবুবুল আলম (৪৬), তার ছেলে মোঃ বাবুল (২০), পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ড ঈদমনি দক্ষিণ পাড়া এলাকার নুরুল হোছনের দুই ছেলে আবদুল মন্নান (২৮) ও আব্দুল শুক্কুর (৩১), একই এলাকার বদিউল আলমের ছেলে কফিল উদ্দিন (২৭), মৃত আবুল হোছনের দুই ছেলে আব্দুল মগলব (২৮) ও আব্দুল খালেক (৩০), কৈয়ারবিল ইউনিয়নের ছোট ভেওলা পূর্ব নয়াপাড়া এলাকার আলী আহম্মদের দুই ছেলে মোঃ তারেক (২১) ও মোঃ ইউসুফ (২৪), একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড বরাইল্যারচর এলাকার মৃত অছিউর রহমানের ছেলে আবদু ছাত্তার (৩৪), ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকার যতীন্দ্র দে’র ছেলে লক্ষিন্দ্র দে (৩০), হারবাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম ভিলেজার পাড়া এলাকার সালামত আলীর ছেলে মোঃ বশির (২৮)।

চকরিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, সোমবার সারারাত ও পরদিন সকাল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই আদালত ও থানায় দায়ের করা বারটি মামলায় পরোয়ানাভুক্ত আসামী। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

আরও খবর