চান্দগাঁওয়ে ইয়াবাসহ ধরা কক্সবাজারের সেলিম!

চট্টগ্রাম •


চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন শাহ আমানত সেতু এলাকা থেকে ৬৯০ ইয়াবাসহ মো. সেলিম (৪৭) নামের একব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম কক্সবাজারের সদর থানার রুমালিয়ার ছড়ার মো. ইউসুফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টায় শাহ আমানত সেতু এলাকা থেকে ৬৯০টি ইয়াবাসহ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ (মঙ্গলবার) আদালতে পাঠানো হবে।

আরও খবর