চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ভাইয়ের পর না ফেরার দেশে রক্তিম সুশীলও

চকরিয়া প্রতিনিধি :

চকরিয়া কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত রক্তিম সুশীলও মারা গেছেন।

আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে একই দূর্ঘটনায় মারা গেলেন ৬ ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পিসতুতো ভাই লিটন শর্মা।
গত ৮ ফেব্রুয়ারি ভোরে সড়কের পূর্ব পাশে মৃত বাবার উদ্দ্যেশে পূজা দিয়ে বাড়ী ফিরতে একসঙ্গে রাস্তা পার হচ্ছিল ৯ ভাই-বোন। এসময় কক্সবাজারমুখি একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিলে ৫ ভাই নিহত এবং ৩ ভাই-বোন আহত হন।

এ ঘটনায় ওই রাতে নিহতদের ভাই প্লাবন সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন। দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন রক্তিম সুশীল ও হীরা রাণী সুশীল।

গত ১১ ফ্রেব্রয়ারি ঘটনায় অভিযুক্ত চালক সাহিদুল ইসলাম সাইফুলকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। ইতোমধ্যে তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

আরও খবর