চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত রক্তিম সুশীলও মারা গেছেন।
আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে একই দূর্ঘটনায় মারা গেলেন ৬ ভাই।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পিসতুতো ভাই লিটন শর্মা।
গত ৮ ফেব্রুয়ারি ভোরে সড়কের পূর্ব পাশে মৃত বাবার উদ্দ্যেশে পূজা দিয়ে বাড়ী ফিরতে একসঙ্গে রাস্তা পার হচ্ছিল ৯ ভাই-বোন। এসময় কক্সবাজারমুখি একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিলে ৫ ভাই নিহত এবং ৩ ভাই-বোন আহত হন।
এ ঘটনায় ওই রাতে নিহতদের ভাই প্লাবন সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন। দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন রক্তিম সুশীল ও হীরা রাণী সুশীল।
গত ১১ ফ্রেব্রয়ারি ঘটনায় অভিযুক্ত চালক সাহিদুল ইসলাম সাইফুলকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। ইতোমধ্যে তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-